রাশিফল: হিন্দুধর্মে সোমবার হল দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন। আজ ১২ অগস্ট ২০২৪ সোমবার, পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজই শ্রাবণ মাসের শেষ সোমবার। এদিন মহাদেবের বিশেষ আরাধনা করার রীতি প্রচলিত আছে। জ্যোতিষ গণনা অনুসারে আজ ব্রহ্মা যোগ ও শুক্ল যোগের পাশাপাশি থাকবে স্বাতী ও বিশাখা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবেই আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে একাধিক রাশির জাতকের-
মেষ রাশি: শুক্লা যোগের দারুণ প্রভাবে দিনটি শুভ ফলদায়ী হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও দরকারি কাজ আজ আপনি সম্পূর্ণ করতে পারবে। ব্যবসায়ীদের কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। কেরিয়ারে বড় উন্নতির যোগ আছে ।
কর্কট রাশি: মহাদেবের আশীর্বাদে আজ ভালো কিছু ঘটতে চলেছে কর্কট রাশির জাতকদের জীবনে। কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আপনার।
সিংহ রাশি: দিনটি বেশ মজা করে কাটাতে পারবেন সিংহ রাশির জাতকরা। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলার রায় আপনার পক্ষে আসতে পারে। এর ফলে উত্তরাধিকার সূত্রে বেশ কিছুটা সম্পত্তি লাভ করার যোগ আছে। বাইরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। ব্রহ্মা যোগের শুভ প্রভাবে বেশ কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন।
বৃশ্চিক রাশি: আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের আশীর্বাদে মনে সুখ ও শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতকদের। আপনার বাবা-মায়ের স্বাস্থ্য আগের থেকে উন্নতি হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন।
কুম্ভ রাশি: বিশাখা নক্ষত্রের প্রভাবে আজ মনে সাহস অনেকটাই বাড়বে কুম্ভ রাশির জাতকদের। নতুন কোনও ব্যবসা শুরু করা এই সময় আপনার জন্য লাভজনক। অফিসে কোনও জরুরি বিষয়ে সিনিয়র ও সহকর্মীদের সাহায্য পাবেন। নতুন বাড়ি বা গাড়ি কেনার জন্য শুভ সময় শুরু হচ্ছে আজ থেকেই।
আরও খবর দেখুন