রাশিফল: হিন্দুধর্মে বৃহস্পতিবার হল শ্রীবিষ্ণুর প্রিয় দিন। আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এছাড়া পঞ্জিকা অনুসারে আজ পালিত হবে জ্যৈষ্ঠা গৌরী বিসর্জন। জ্যোতিষ গণনা অনুসারে আজ আয়ুষ্মান যোগ, রবি যোগ ও সৌভাগ্য যোগের পাশাপাশি থাকবে মূলা নক্ষত্র ও পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের-
মিথুন রাশি: আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ দিন। আর্থিক ভাবে ভালো অবস্থানে থাকবেন এবং বিনিয়োগ করার ভালো সুযোগ পাবেন। নিজের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য লাভবান দিন।
সিংহ রাশি: দিনটি মঙ্গলময় দিন কাটবে সিংহ রাশির জাতকদের। আজ আপনার আত্মবিশ্বাস তু্ঙ্গে থাকবে। জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। পারিবারিক সম্পত্তি বৃদ্ধি করার সুযোগ পাবেন। ব্যবসাও সম্প্রসারণ করার সুযোগ আসবে। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। নারায়ণের আশীর্বাদে আজ বড় কোনও সাফল্য লাভ করতে পারবেন।
কন্যা রাশি: নতুনস্পত্তি বা গাড়ি কেনার জন্য শুভ দিন। অংশীদারিত্বে ব্যবসা থেকে ভালো অঙ্কের লাভ হবে আজ। চাকরি, পড়াশোনা বা ভ্রমণের জন্য বিদেশ সফর করতে হতে পারে। অন্য কোনও কোম্পানি থেকে ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন কন্যা রাশির জাতকরা।
মকর রাশি: আয়ুষ্মান যোগের শুভ প্রভাবে আজ বড় কোনও সাফল্য পেতে পারেন মকর রাশির জাতকরা। বিষ্ণুর কৃপায় আজ আপনার মনের কোনও অপূর্ণ ইচ্ছে পূরণ হতে পারে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। বিনিয়োগের জন্য ভালো দিন।
কুম্ভ রাশি: সৌভাগ্য যোগের প্রভাবে আজ কুম্ভ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতিতে বড় উন্নতি হবে। পরিবারের সব প্রয়োজন আপনি পূরণ করতে পারবেন। ব্যবসায়ীরা কোনও বড় চুক্তি সই করতে পারবেন। কেরিয়ারে উন্নতি হবে।
আরও খবর দেখুন