রাশিফল: হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি দেবতার প্রিয় দিন। এই দিন তাঁর আরাধনা করলে সমৃদ্ধি লাভ করা যায়। আজ ১৩ জুলাই ২০২৪ শনিবার, বাংলা পঞ্জিকা অনুসারে আষাঢ় শুক্লা সপ্তমী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে, আজ শিব যোগ ও সিদ্ধ যোগের পাশাপাশি থাকবে হস্ত নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের (Horoscope)-
মিথুন রাশি: শনি ঠাকুরের কৃপায় আজ সব ভয় থেকে মুক্তি পাবেন। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি খুব ভালো। নতুন চাকরির সন্ধান পেতে পারেন। অফিসে বসের কাছ থেকে কাজের জন্য প্রশংসা পাবেন।
তুলা রাশি: দিনটি বেশ লাভজনক হবে তুলা রাশির জাতকদের জন্য। পুরনো বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ করতে পারবেন। অতিরিক্ত উপার্জনের যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি: শিব যোগের প্রভাবে আজ লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। নিজের কেরিয়ার ও ব্যবসায় বড় সাফল্য লাভ করার সুযোগ আসবে। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর পরামর্শে লাভবান হবেন।
ধনু রাশি: শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। উপার্জনের নতুন পথ খুঁজে পেতে পারেন। আগে আপনার থেকে যাঁরা টাকা ধার নিয়েছেন, তাঁরা আজ সেই টাকা ফেরত দিতে পারেন।
মকর রাশি: হস্ত নক্ষত্রের শুভ প্রভাবে আজ শুভ ফল পাবেন মকর রাশির জাতকরা। ভাগ্যের সহায়তায় সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। উপার্জন অনেকটাই বাড়বে।
আরও খবর দেখুন