রাশিফল: হিন্দুধর্ম অনুসারে সোমবার দিনটি হল মহাদেবের (Mahadev) অতি প্রিয় দিন। এই দিনে দেবাদিদেবের আরাধনা করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। আজ ১৫ জুলাই ২০২৪ সোমবার, বাংলা পঞ্জিকা মতে আষাঢ় শুক্লা নবমী তিথি।
জ্যোতিষ গণনা অনুসারে আজ সিদ্ধা যোগ, সাধ্য যোগ ও রবি যোগের পাশাপাশি থাকবে স্বাতী ও বিশাখা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকদের জন্য (Horoscope)-
মেষ রাশি: আজকের দিনটি অত্যন্ত শুভ দিন হতে চলছে মেষ রাশির জাতকদের জন্য। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বাবার সঙ্গে সম্পর্কে টেনশন থাকলে সব এবার মিটে যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি আর্থিক ভাবে অনুকূল। আচমকা অর্থলাভ হতে পারে।
আরও পড়ুন: মঙ্গলবার মেনে চলুন এই নিয়মগুলি, সমৃদ্ধি আসবে
সিংহ রাশি: সিদ্ধ যোগের শুভ প্রভাবে আজ কেরিয়ারে বিশেষ উন্নতি করতে পারবেন সিংহ রাশির জাতকরা। সব কাজেই ভাগ্যকে নিজের পাশে পাবেন। পরিবারে সারাদিন আনন্দের পরিবেশ থাকবে। ভাই বা বোনের সাহায্যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
তুলা রাশি: সোমবার মহাদেবের আশীর্বাদ থাকবে তুলা রাশির জাতকদের উপর। নিজের পুরনো সব অসম্পূর্ণ কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। ব্যক্তিগত জীবনেও পরিপূর্ণ আনন্দ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক প্রেম বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: রবি যোগের শুভ প্রভাবে দিনটি লাভজনক হবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। রিয়েল এস্টেট থেকে অতিরিক্ত অর্থলাভ হবে। সব বিষয়ে পরিবারের সদস্যদের পাশে পাবেন আপনি। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন।
মকর রাশি: সিদ্ধা যোগের শুভ প্রভাব ও সূর্য দেবের আশীর্বাদে আজ ভাগ্য খুলতে চলেছে মকর রাশির জাতকদের। কেরিয়ারে বড় কোনও সুখবর পেতে পারেন আজ। সপ্তাহের প্রথম দিনে আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ আছে।
আরও খবর দেখুন