রাশিফল: হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এই দিন হনুমানজির আরাধনা করলে তাঁর কৃপা লাভ করা যায়। আজ ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার, বাংলা পঞ্জিকা মতে আষাঢ় শুক্লা দশমী তিথি। আজকের দিনটি পালিত হবে কর্কট সংক্রান্তি হিসেবে।
জ্যোতিষ গণনা অনুসারে আজ সাধ্য যোগ, রবি যোগ ও শুভ যোগের সঙ্গে থাকবে বিশাখা নক্ষত্রের প্রভাব। এতোগুলি শুভ যোগের প্রভাবে দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে পাঁচ রাশির জাতকের জন্য (Horoscope)-
মিথুন রাশি: দিনটি খুব লাভজনক হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। বজরংবলীর কৃপায় আজ আপনার মনের সব ভয় কেটে যাবে। বিনিয়োগের জন্যেও দিনটি খুব শুভ।
কর্কট রাশি: রবিযোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ দিন হতে চলেছে। কেরিয়ারে নতুন কোনও সাফল্য অর্জন করতে পারবেন। অতিরিক্ত মুনাফা লাভের যোগ আছে।
কন্যা রাশি: শুভ যোগের প্রভাবে দিনটি মঙ্গলময় হতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য। অতিরিক্ত বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো দিন। কেরিয়ারেও উন্নতির যোগ আছে।
বৃশ্চিক রাশি: দীর্ঘদিনের আটকে থাকা টাকা আজ ফেরত পাবেন। ব্যাঙ্ক ব্যালান্স অনেকটাই বাড়িয়ে নেওয়ার সুযোগ আসবে ।বজরংবলীর আশীর্বাদে ব্যবসায়ীদের প্রভূত উন্নতির সুযোগ আসবে ।
কুম্ভ রাশি: কেরিয়ারে উন্নতির সুযোগ আসবে । হনুমানজির আশীর্বাদে আজ আপনি বেশ কিছুটা অতিরিক্ত টাকা রোজগার করতে পারবেন। ব্যবসায় কোনও সমস্যা থাকলে আজ তার সমাধান খুঁজে পাবেন। রবি যোগের প্রভাবে আজ নতুন কোনও সম্পত্তি ক্রয়ের জন্য শুভ দিন।
আরও খবর দেখুন