রাশিফল: হিন্দুধর্মে শনিবার হল কর্মফলের দেবতা শনির প্রিয় দিন। আজ ১৭ অগাস্ট ২০২৪ শনিবার, শাস্ত্র মতে পালিত হবে শনি ত্রয়োদশী। এছাড়া থাকবে প্রদোষ ব্রত। আজ সারাদিন আয়ুষ্মান যোগ ও প্রীতি যোগের পাশাপাশি থাকবে পূর্ব আষাঢ় ও উত্তর আষাঢ় নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতকের জন্য (Horoscope)-
মিথুন রাশি: দিনটি দারুণ লাভজনক হতে চলছে মিথুন রাশির জাতকদের জন্য। অতিরিক্ত কিছু সঞ্চয় করতে পারবেন। শনি দেবের আশীর্বাদে আজ আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন সংক্রান্ত বেশ কিছু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
সিংহ রাশি: শনি ত্রয়োদশীতে শনি দেবের আশীর্বাদ থাকবে সিংহ রাশির জাতকদের উপর। ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, তা লাভজনক প্রমাণিত হবে। বেশ কিছু অতিরিক্ত উপার্জন হবে আজ। কেরিয়ারেও উন্নতি করার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে প্রেম বাড়বে।
তুলা রাশি: আপনার মনের অনেক দিনের কোনও ইচ্ছে আজ প্রীতি যোগের প্রভাবে পূরণ হতে পারে। নিজের আটকে থাকা কাজ আজ সফল ভাবে সম্পন্ন করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে আর্থিক ভাবে লাভবান হতে পারেন।
ধনু রাশি: আয়ুষ্মান যোগের শুভ প্রভাবে নিজের পরিবারের সব প্রয়োজন মেটাতে সক্ষম হবেন ধনু রাশির জাতকরা। আগে কোথাও বিনিয়োগ করে থাকলে আজ তার থেকে ভালো আর্থিক লাভ হবে। কোনও সমস্যা আপনাকে দীর্ঘ দিন ধরে ভোগালে এবার তার থেকে মুক্তি পাবেন।
মকর রাশি: প্রীতি যোগের প্রভাবে আজ ভাগ্য খুলবে মকর রাশির জাতকদের। দিনটি আপনি দারুণ হুল্লোড় করে কাটাতে পারবেন। আচমকা বেশ কিছু অর্থলাভ হতে পারে আপনার। সমাজ সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
আরও খবর দেখুন