রাশিফল: হিন্দুধর্মে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। আজ ১৮ অগাস্ট ২০২৪ রবিবার, বৈদিক পঞ্জিকা অনুসারে আজ পালিত হবে শ্রাবণ শুক্লা চতুর্দশী। তবে বাংলা পঞ্জিকা মতে শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে। আজ সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের পাশাপাশি থাকবে উত্তর আষাঢ় ও শ্রাবণ নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে কন্যা সহ ৫ রাশির জাতকের জন্য (Horoscope)-
বৃষ রাশি: আজকের দিনটি অত্যন্ত লাভজনক হতে চলেছে বৃষ রাশির জাতকদের জন্য। মনে পজিটিভ চিন্তা থাকবে। নতুন কোনও কাজে হাত দেওয়ার জন্য উত্সাহ ও উদ্দীপনা থাকবে আপনার মধ্যে। নিজের পরিশ্রম ও প্রচেষ্টা দিয়ে আজ বড় সাফল্য পাবেন।
কর্কট রাশি: আজ শ্রাবণ শুক্লা চতুর্দশীতে বেশ লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতকরা। নিজের পেশাগত জীবনে আজ বড় সাফল্য পেতে পারেন। সূর্য দেবতার আশীর্বাদে পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর ব্যালান্স বজায় রেখে চলতে পারবেন।
কন্যা রাশি: দিনটি সাফল্যে ভরা দিন হবে কন্যা রাশির জাতকদের জন্য। সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাবে ব্যবসায়ীরা আজ মোটা টাকা লাভ করতে পারবেন। বিনিয়োগ থেকে বাড়তি লাভের যোগ আছে।
বৃশ্চিক রাশি: রবি যোগের প্রভাবে আজ মোটা অঙ্কের ধন লাভ হওয়ার সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির জাতকদের। আটকে থাকা টাকা আজ সূর্য দেবতার আশীর্বাদে আপনি ফেরত পাবেন। কোনও সুখবর পেতে পারেন। কেরিয়ার সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।
কুম্ভ রাশি: উত্তর আষাঢ় নক্ষত্রের শুভ প্রভাবে আজ কুম্ভ রাশির জাতকদের আচমকাই অর্থ লাভ হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। অফিসে আজ কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে।
আরও খবর দেখুন