রাশিফল: হিন্দুধর্মে মঙ্গলবার হল সংকটমোচন হনুমানের প্রিয় দিন। আজ ২০ অগাস্ট ২০২৪ মঙ্গলবার, ভাদ্র মাসের কষ্ণপক্ষের প্রতিপদ তিথি। জ্যোতিষ গণনা অনুসারে, আজ ত্রিপুষ্কর যোগ এবং ত্রিগ্রহী যোগের পাশাপাশি থাকবে শতভিষা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের জন্য (Horoscope)-
মেষ রাশি: আজ ভাদ্র কৃষ্ণা প্রতিপদে ত্রিপুষ্কর যোগের প্রভাবে জীবনে চোখে পড়ার মতো উন্নতি হবে মেষ রাশির জাতকদের। হনুমানজির দয়ায় বেশ কিছু আর্থিক লাভ হতে পারে আপনার। শিক্ষাক্ষেত্রে কোনও সমস্যা চললে, আজ তার থেকেও মুক্তি পাবেন।
কর্কট রাশি: শুক্রাদিত্য যোগের শুভ প্রভাবে আজ কর্কট রাশির জাতকদের পরিবারে বিশেষ কোনও খুশির খবর আসতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে সম্মান ও প্রতিপত্তি লাভের যোগ আছে। ব্যবসায় আটকে থাকা টাকা ফিরে পাবেন।
কন্যা রাশি: ত্রিগ্রহী যোগে দিনটি দুর্দান্ত কাটবে কন্যা রাশির জাতকদের। সব কাজেই সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে। আর্থিক ভাবেও বেশ কিছুটা উন্নতি করতে পারবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজ পরিচয় হতে পারে।
বৃশ্চিক রাশি: আজ শতভিষা নক্ষত্রের শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন। সমাজে সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
মীন রাশি: শতভিষা নক্ষত্রের বিশেষ শুভ প্রভাবে মীন রাশির জাতকদের আজ প্রতিভার বিকাশ ঘটবে। পরিশ্রম করলে বজরংবলীর দয়ায় তার সুফল অবশ্যই লাভ করবেন। অফিসে সিনিয়রদের কাছ থেকে নিজের কাজের প্রশংসা পাবেন।
আরও খবর দেখুন