রাশিফল: হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি দেবতার প্রিয় দিন। এই দিন তাঁর আরাধনা করলে সমৃদ্ধি লাভ করা যায়। আজ ২০ জুলাই শনিবার, দ্বিগ্রহী যোগ, রবি যোগ, শুক্রাদিত্য যোগ ও পূর্বাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগে আজকের দিনটির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাবে।
বৈদিক জ্যোতিষ অনুযায়ী আজ ৫ রাশির জাতকের কেরিয়ারে অসাধারণ উন্নতি হবে। আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। জেনে নিন, দিনটি কোন কোন রাশির ভালো কাটবে (Horoscope)-
বৃষ রাশি: দিনটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলদায়ী। এই রাশির জাতকদের পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের পরিচিতি বৃদ্ধি পাবে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন।
কর্কট রাশি: আজ ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা। আত্মবিশ্বাস বাড়বে, এর ফলে একাধিক কাজ সুস্থভাবে সম্পন্ন করতে পারবেন। চাকরিজীবী জাতকরা পছন্দমতো কাজ করার সুযোগ পাবেন। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ মিটে যাবে।
তুলা রাশি: তুলা রাশির জাতকরা আজ বড় কোনও লাভ অর্জন করতে পারবেন। শনির কৃপায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে।
মকর রাশি: দিনটি মকর রাশির জাতকদের জন্য খুব ভালো। চাকরিজীবী জাতকদের ওপর কাজের চাপ কমবে। অফিসে সহকর্মীদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের লাভ হবে।
মীন রাশি: সমাজের বিশেষ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয়ে নিজের কর্মজীবনে পরিবর্তন আসতে পারে। শনির আশীর্বাদে বিচক্ষণতা বাড়বে এই রাশির জাতকদের। সম্পত্তি, বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য আজকের দিনটি ভালো।
আরও খবর দেখুন