রাশিফল: হিন্দুধর্মে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজ ২১ অগাস্ট ২০২৪ বুধবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ ত্রিপুষ্কর যোগ, সুকর্ম এবং ধৃতি যোগের পাশাপাশি থাকবে পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৩ রাশির জাতকের জন্য-
বৃষ রাশি: ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে বৃষ রাশির জাতকদের সাংসারিক জীবনে আজ সুখ থাকবে ভরপুর। দীর্ঘদিনের কোনও অসম্পূর্ণ কাজ আজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। নতুন কাজে হাত দিলে সেখানেও সাফল্য পাবেন।
সিংহ রাশি: সিদ্ধিদাতার আশীর্বাদে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। গণেশের কৃপায় আজ জীবনের সব সমস্যা কেটে গিয়ে শান্তি ফিরে আসবে আপনার জীবনে। নতুন কোনও কাজে আজ হাত দিতে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে আজ আপনার সম্পর্কের উন্নতি হবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে।
ধনু রাশি: পূর্বভাদ্রপদ নক্ষত্রের শুভ প্রভাব লাভ করবেন ধনু রাশির জাতকরা। আজ সুকর্ম যোগের প্রভাবে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আপনার মন আজ আত্মবিশ্বাস ও সাহসে পূর্ণ থাকবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা নতুন চাকরি পেতে পারেন।
আরও খবর দেখুন