রাশিফল: আজ ২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কী হতে চলেছে সেই নিয়েই এখন নানান আলোচনা চলছে। জ্যোতিষশাস্ত্র মতে আজকের বাজেট থেকে লাভবান হতে চলেছেন পাঁচ রাশির জাতক। জীবনে আসতে চলেছে খুশির খবর।
বাংলা ও বৈদিক পঞ্জিকা অনুসারে এখন চলছে শ্রাবণ মাস। পাশাপাশি একই সঙ্গে শুরু হয়েছে চতুর্মাসও। এছাড়া হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল অঞ্জনী পুত্র হনুমানের প্রিয় দিন। জ্যোতিষ গণনা অনুসারে আজ আয়ুষ্মান যোগ, দ্বিপুষ্কর যোগ, সৌভাগ্য যোগের পাশাপাশি থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে লাভবান হতে চলেছেন পাঁচ রাশির জাতক।
বৃষ রাশি: দিনটি দারুণ আনন্দের দিন হতে চলেছে বৃষ রাশির জাতকদের জন্য। কৃষিকাজের সঙ্গে যুক্ত এই রাশির জাতকরা বাজেট থেকে ভালো কোনও খবর পেতে পারেন। আজ আপনার কাজের পথে সব বাধা কেটে যাবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।
কর্কট রাশি: দ্বিপুষ্কর যোগের প্রভাবে দিনটি শুভ দিন হতে চলেছে কর্কট রাশির জাতকদের। কেরিয়ার সংক্রান্ত বিশেষ কোনও সুবিধার খবর পেতে পারেন বাজেট থেকে। নতুন গাড়ি বা সম্পত্তি কেনার ইচ্ছেপূরণ হতে পারে আজ। বজরংবলীর আশীর্বাদে ব্যবসায় বড় লাভ হবে।
সিংহ রাশি: বাজেটে ইনকাম ট্যাস্ক সংক্রান্ত বড় কোনও আপডেট পেতে পারেন এই রাশির জাতকরা। সৌভাগ্য যোগের শুভ প্রভাবে দাম্পত্য় জীবন দারুণ সুখে কাটাতে পারবেন। সকালে ভালো কোনও সুখবর পেতে পারেন। হনুমানজির কৃপায় আজ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন সিংহ রাশির জাতকদের। স্টক মার্কেট থেকে আজ মোটা টাকা লাভ হতে পারে আপনার। অফিসে পদোন্নতির যোগ আছে।
কন্যা রাশি: আয়ুষ্মান যোগের প্রভাবে আজ লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। মনের সব ইচ্ছেপূরণ হতে পারে। যাঁরা সিঙ্গল, আজ তাঁদের জীবনে কোনও প্রিয় মানুষের আগমন হতে পারে। সম্পত্তি বিষয়ক কোনও শুভ খবর পেতে পারেন।
ধনু রাশি: ধনিষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে আজ সহজেই সাফল্য লাভ করতে পারবেন ধনু রাশির জাতকরা। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজ আলাপ হতে পারে। এর ফলে আপনি লাভবান হবেন। যাঁরা অনলাইনে ব্যবসা করেন, তাঁরা আজ বড় কোনও বড় কাজের বরাত পেতে পারেন। আটকে থাকা কাজ আজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন। নিজের সব কাজেই প্রচুর প্রশংসিত হবেন।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে kolkatatvonline.in কোনও তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস মেনে চলার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও খবর দেখুন