রাশিফল: আজ ২৩ জুন ২০২৪ রবিবার। বাংলা পঞ্জিকা অনুসারে এখন চলছে এই বছরের অম্বুবাচী। শাস্ত্র মতে এই সময় ঋতুমতী হয়েছে ধরিত্রী। এই আবহে আজ ত্রিপুষ্কর যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও ব্রহ্মা যোগের সঙ্গে থাকবে পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে চলে পাঁচ রাশির জাতকের জন্য (Horoscope)-
বৃষ রাশি: আজকের দিনটি অত্যন্ত লাভজনক দিন হতে চলেছে বৃষ রাশির জাতকদের জন্য। পরিবারের সঙ্গে দিনটি খুব আনন্দময় হবে। ব্রহ্মা যোগের প্রভাবে আজ নিজের কাজ সময়ে শেষ করতে পারবেন। সামাজিক ভালো কোনও কাজে প্রসংশিত হবেন।
আরও পড়ুন: শুরু ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের তোড়জোড়
সিংহ রাশি: ত্রিপুষ্কর যোগের শুভ প্রভাবে আজ ভাগ্য দেবতার আশীর্বাদ লাভ করবেন সিংহ রাশির জাতকরা। বন্ধুদের সঙ্গে আজ কিছুটা সময় আনন্দ করে কাটাতে পারবেন। পরিবারের প্রবীণ সদস্যের আশীর্বাদ থাকবে আপনার উপর। আজ কেউ আপনার সম্পর্কে কোনও খারাপ কথা বললে তাতে কান না দেওয়াই ভালো।
তুলা রাশি: সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে বেশ সুখের দিন কাটাবেন তুলা রাশির জাতকরা। সামাজিক ক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত, আজ তাঁরা নতুন কোনও কাজের দায়িত্ব পাবেন। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে আজ তা কেটে যাবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে।
মকর রাশি: সূর্যদেবের কৃপায় আজ নতুন চাকরি পেতে পারেন মকর রাশির জাতকরা। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। নিজের সব দায়িত্ব আজ সঠিক ভাবে পূরণ করতে পারবেন মকর রাশির জাতকরা।
মীন রাশি: সর্বার্থ সিদ্ধি যোগ ও পূর্ব আষাঢ় নক্ষত্রের শুভ প্রভাবে আজ সব কাজেই সৌভাগ্যকে নিজের পাশে পাবেন মীন রাশির জাতকরা। আজ কোনও সম্পত্তি কেনার বিষয়ে চিন্তা করলে অবশ্যই বাবা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আলোচনা করে নিন। ব্যবসায় ভালো লাভের সুযোগ আছে।
আরও খবর দেখুন
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একাধিক বই ও তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কলকাতা টিভি ডিজিটাল কোনও রকমের কু-সংস্কারে বিশ্বাস করেনা কিংবা কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত আনতে চায়না। উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)