রাশিফল: হিন্দুধর্মে শনিবার হল গ্রহরাজ শনির প্রিয় দিন। আজ ২৪ অগাস্ট ২০২৪ শনিবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কষ্ণপক্ষের পঞ্চমী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ, রবি যোগ, বৃদ্ধি যোগ এবং ধৃতি যোগের পাশাপাশি থাকবে অশ্বিনী নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৩ রাশির জাতকের জন্য-
বৃষ রাশি: রবি যোগের প্রভাবে আজ বৃষ রাশির জাতকদের জীবনে নতুন আশা ও প্রেমের সঞ্চার হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও বলিষ্ঠ হবে। সপ্তাহের শেষে জীবনে রোম্যান্স বাড়বে। কেরিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। ঠান্ডা মাথায় জীবনের পথে পা বাড়ান।
কর্কট রাশি: পেশাগত ক্ষেত্রে কোনও কঠিন কাজের দায়িত্ব কাঁধে নিতে হতে পারে। সাংসারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে। নিজের বুদ্ধির জোরে আজ বেশ কিছু অতিরিক্ত অর্থ আপনার হাতে আসবে। প্রেম জীবন বেশ সুখে কাটবে।
কন্যা রাশি: নিজের চিন্তাভাবনায় বেশ কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পাবে আজ। রবি যোগের প্রভাবে কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন সহজে। বড় ঠাকুরের আশীর্বাদে নিজের উপার্জনও বেশ কিছুটা বাড়িয়ে নিতে পারবেন কন্যা রাশির জাতকরা।
মকর রাশি: দীর্ঘদিনের কোনও স্বপ্নপূরণ হতে পারে মকর রাশির জাতকদের। প্রেমের সঙ্গীর সঙ্গে আজ খুব সুন্দর একটি দিন কাটাতে পারবেন। কেরিয়ার পজিটিভ পরিবর্তন হবে। চাকরিক্ষেত্রে আজ প্রশংসা ও প্রতিপত্তি বাড়বে মকর রাশির জাতকদের।
মীন রাশি: শনি দেবের আশীর্বাদে প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ ভাবে কাটাতে পারবেন মীন রাশির জাতকরা। নিজের কোনও উচ্চাকাঙ্খা পূরণ করতে পারবেন মীন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। শনি ঠাকুরের পুজো আপনার জন্য লাভজনক হবে।
আরও খবর দেখুন