রাশিফল: হিন্দুধর্মে বুধবার হল গণপতির প্রিয় দিন। আজ ২৮ অগাস্ট ২০২৪ বুধবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কষ্ণপক্ষের দশমী তিথি। জ্যোতিষ গণনা অনুযায়ী আজ মহালক্ষ্মী যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের পাশাপাশি থাকবে মৃগশিরা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের জন্য (Horoscope)-
মিথুন রাশি: দিনটি দারুণ দিন হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। মনে প্রচুর আনন্দ থাকবে। নিজের বুদ্ধি দিয়ে আজ আপনি সব কাজ সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসায়ীদের আজ ভালো লাভের যোগ আছে। সমাজে জনপ্রিয়তা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও প্রেম বজায় থাকবে।
কন্যা রাশি: মা লক্ষ্মীর আশীর্বাদে আজ কন্যা রাশির জাতকরা ভালো কোনও খবর পেতে চলেছেন। পেশাগত জীবনে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে কন্যা রাশির জাতকদের। এর ফলে কেরিয়ারে উন্নতির যোগ আছে।
ধনু রাশি: আজ সর্বার্থ সিদ্ধি যোগের শুভ ফল লাভ করবেন ধনু রাশির জাতকরা। পরিবারের মানুষদের সঙ্গে বেশ মজা করে দিন কাটাতে পারবেন এই রাশির জাতকরা। পেশাগত জীবনের জন্য দিনটি মঙ্গলময় হতে চলেছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজ আলাপ হতে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকরা আজ আর্থিক ভাবে লাভবান হতে পারেন। মহালক্ষ্মী যোগের শুভ প্রভাবে কোনও আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। অর্থ সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। ব্যবসাতেও আজ বড় সাফল্য পেতে পারেন।
মীন রাশি: দিনটি লাভজনক দিন হতে চলেছে মীন রাশির জাতকদের জন্য। স্বাস্থ্যেও আজ উল্লেখযোগ্য ভাবে উন্নতি হবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসাতেও বড় সাফল্য আসতে পারে।
আরও খবর দেখুন