রাশিফল: হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। এই দিন কর্মফলের দেবতা শনির আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। আজ ২৯ জুন ২০২৪, বাংলা পঞ্জিকা মতে আষাঢ় কৃষ্ণা অষ্টমী তিথি। আজ শুক্রাদিত্য যোগের সঙ্গে থাকবে শোভন যোগ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে পাঁচ রাশির জাতকের (Horoscope)-
বৃষ রাশি: আজ শুক্রাদিত্য যোগের প্রভাবে দিনটি বেশ আনন্দ করে কাটবে বৃষ রাশির জাতকদের। পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। বিকেলের দিকে শুভ কোনও খবর আসতে পারে।
আরও পড়ুন: বৃহস্পতিবার মেনে চলুন এইসব নিয়ম
সিংহ রাশি: সপ্তাহান্তে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন সিংহ রাশির জাতকরা। যে সব ছাত্র-ছাত্রী কোনও বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনায় তাঁদের মনোযোগ আজ অনেকটাই বাড়বে। শনি ঠাকুরের আশীর্বাদে ব্যবসায় আটকে থাকা টাকা আজ ফেরত পাবেন।
তুলা রাশি: শুক্রাদিত্য যোগের প্রভাবে আজ কেরিয়ার সংক্রান্ত বিশেষ কোনও উন্নতি হতে পারে। শোভন যোগের শুভ প্রভাবে সবথেকে কঠিন কাজও আজ আপনি সহজে করে ফেলতে পারবেন। আগের নেওয়া ঋণ মিটিয়ে ফেলতে পারবেন। দরকারে বন্ধুদের পাশে পাবেন।
ধনু রাশি: ব্যবসায় বড় লাভ হওয়ার যোগ আছে। নতুন কোনও ব্যবসা শুরু করতে চাইলেও উত্তরভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে আজকের দিনটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। নিজের উপর থেকে কাজের চাপ কমাতে কাছেপিঠে কোথাও বেড়াতে যেতে পারেন।
মীন রাশি: জীবনসঙ্গীকে সব বিষয়ে পাশে পাবেন মীন রাশির জাতকরা। কোনও সরকারি প্রকল্প থেকে আজ আর্থিক লাভ হবে আপনার। নিজের পরিবার বা সন্তান সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। শোভন যোগের প্রভাবে ব্যবসায়ীরা আর্থিক ভাবে লাভবান হবেন।
আরও খবর দেখুন