রাশিফল: হিন্দুধর্মে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। আজ ৩১ অগাস্ট ২০২৪ শনিবার, বৈদিক পঞ্জিকা মতে ভাদ্র মাসের কষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ বরিয়ান যোগ ও শশ রাজ যোগের পাশাপাশি আজ থাকবে পুষ্য নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকদের-
মিথুন রাশি: পুষ্য নক্ষত্রের প্রভাবে আজ ভাগ্য খুলবে মিথুন রাশির জাতকদের। দিনটি আপনি বেশ আনন্দ করে কাটাতে পারবেন। আচমকা বেশ কিছু অর্থলাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নেওয়ার ফলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
কর্কট রাশি: আজ শনি ত্রয়োদশীতে শুভ ফল লাভ করবেন কর্কট রাশির জাতকরা। শনি ঠাকুরের কৃপায় জীবনের সব সংকট কেটে গিয়ে নতুন ভোরের আলো দেখা দেবে। পুরনো কোনও অসুখ থাকলে এবার তা সেরে যেতে পারে। প্রয়োজনের সময় বন্ধু ও বাড়ির লোকেদের পাশে পাবেন।
সিংহ রাশি: বরিয়ান যোগের প্রভাবে আজ ভাগ্য খুলবে সিংহ রাশির জাতকদের। পারিবারিক জীবনে আনন্দ থাকবে এবং নিজের শত্রুদের পরাজিত করে জয়লাভ করতে পারবেন আপনি। কাজের সুবাদে অফিসের সিনিয়রদের প্রশংসা পাবেন এবং কর্মক্ষেত্রের পরিবেশ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা আছে।
আরও খবর দেখুন