রাশিফল: হিন্দুধর্মে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজ ৭ অগাস্ট ২০২৪ বুধবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ পরিধি যোগ ও শিব যোগের পাশাপাশি থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতকের জন্য-
বৃষ রাশি: গণেশের আশীর্বাদে আজকের দিনটি দারুণ দিন হতে চলেছে বৃষ রাশির জাতকদের। আপনার মন প্রচুর সাহস ও আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। যা আপনাকে সাফল্য অর্জনে সহায়তা করবে। ব্যবসায়ীদের ভালো লাভের সম্ভাবনা আছে।
সিংহ রাশি: পরিঘ যোগের প্রভাবে সিংহ রাশির জাতকরা আজ সকালেই কোনও ভালো খবর পেতে চলেছেন। দিনটা আপনি পরিবারের সবার সঙ্গে বেশ মজা করে কাটাতে পারবেন। কেরিয়ারে উন্নতির বড় সুযোগ আসবে।
ধনু রাশি: আজ শিব যোগের শুভ ফল লাভ করবেন ধনু রাশির জাতকরা। পরিবারের লোকেদের সঙ্গে বেশ আনন্দ করে সারাদিন কাটাতে পারবেন। পেশাগত জীবনের জন্য দিনটি বেশ শুভ ফলদায়ী হবে। বিনিয়োগ থেকেও লাভবান হওয়ার যোগ আছে।
কুম্ভ রাশি: এই রাশির জাতকরা আজ আর্থিক ভাবে লাভবান হতে পারেন। কোনও আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবে শত্রুদের আজ আপনি পরাজিত করতে পারবেন। ব্যবসাতেও আজ বড় সাফল্যের যোগ আছে।
মীন রাশি: দিনটি বেশ লাভজনক দিন হতে চলেছে মীন রাশির জাতকদের জন্য। স্বাস্থ্য বেশ ভালো থাকবে। বাড়িতে বাচ্চাদের সঙ্গে হই-হুল্লোড় করে সময় কাটবে। যে সাফল্য আপনি অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছিলেন, আজ তা লাভ করা সম্ভব হতে পারে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে kolkatatvonline.in কোনও তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস মেনে চলার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেখুন আরও খবর