রাশিফল: প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় রথযাত্রা (Jagannath Mahaprabhu Rathyatra)। আর আষাঢ় শুক্লা একাদশী তিথিতে উল্টো রথ যাত্রা করে মাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তবে এই বছর আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষ কমে যাওয়ায় দিনক্ষণের কিছু পরিবর্তন হয়েছে। চলতি বছরে ৭ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা।
আরও পড়ুন: রথযাত্রার দিন মেনে চলুন এই নিয়মগুলি
পঞ্জিকা অনুসারে রথযাত্রার দিন থাকছে চন্দ্র দর্শন, রবি পুষ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। পাশাপাশি এইদিনই কর্কট রাশিতে গোচর করবে শুক্র। জ্যোতিষ গণনা অনুসারে, এতগুলি শুভ যোগের প্রভাবে রথযাত্রার দিন থেকেই ভাগ্য খুলবে ৫ রাশির জাতকের। দেখে নিন জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন কোন কোন রাশির জাতকরা (Rath Yatra 2024 Horoscope)-
বৃষ রাশি: এই দিন বৃষ রাশির জাতকদের সঙ্গে থাকবে জগন্নাথদেবের কৃপা। রথযাত্রা থেকেই সৌভাগ্যের বিশেষ সহায়তা লাভ করবেন এই রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হবে। অতিরিক্ত বেশ কিছু অর্থ উপার্জন করতে পারেন। ব্যবসায় উন্নতির নতুন সুযোগ পাবেন বৃষর জাতকরা।
মিথুন রাশি: রথযাত্রার দিন থেকেই জীবন আরও সুন্দর হতে চলেছে মিথুন রাশির জাতকদের। এই সময় আপনি যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। দীর্ঘদিনের ইচ্ছে এই সময় পূরণ হতে পারে। প্রচুর টাকা পয়সা আপনার হাতে আসতে পারে। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের লাভবান হওয়ার যোগ আছে।
কর্কট রাশি: শুক্র গ্রহের অধিপতি হলেন সম্পদের দেবী লক্ষ্মী। শুক্রের গোচরের প্রভাবে রথযাত্রা থেকেই সৌভাগ্যের শীর্ষে অবস্থান করবেন কর্কট রাশির জাতকরা। এই সময় আপনার দাম্পত্য জীবন দারুণ সুখের হবে। পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সবাই মিলে একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃশ্চিক রাশি: রথযাত্রার সময় থেকে এই রাশির জাতকদের জীবনে উল্লেখযোগ্য একাধিক পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা পিছু হটবে। চেষ্টা করেও আপনার কোনও ক্ষতি তারা করতে পারবে না। আর্থিক লাভও হবে এই সময়। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে।
কুম্ভ রাশি: রথযাত্রায় শুভ যোগের প্রভাবে জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগবে কুম্ভ রাশির জাতকদের। এই সময় নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। কেরিয়ারে চোখে পড়ার মতো উন্নতি হবে। আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হবে।
আরও খবর দেখুন