রাশিফল: হিন্দুধর্ম মতে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজ ২২ মে ২০২৪ বুধবার, পঞ্জিকা অনুসারে বৈশাখী শুক্লা অষ্টমী তিথি। আজকের দিনটি মাসিক দুর্গাষ্টমী নামেও পরিচিত। জ্যোতিষ গণনা অনুসারে লক্ষ্মী নারায়ণ যোগ ও বৃদ্ধি যোগের শুভ প্রভাবে আজ নানা দিক থেকে সাফল্য লাভ করবেন বেশ কয়েকটি রাশির জাতক (Horoscope)-
মিথুন রাশি: বৃদ্ধি যোগে আজকের দিনটি লাভজনক হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। পেশাগত জীবনে বড় সাফল্য আসতে পারে। বাড়তি রোজগারের যোগ আছে।
কর্কট রাশি: সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সুখ সৌভাগ্যে ভরে থাকবে আজকের দিনটা। নতুন উপার্জনের পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।
আরও পড়ুন: কালো তিলেই ফিরবে জীবনের আলো! জেনে নিন
তুলা রাশি: লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে লাভবান হবেন তুলার জাতকরা। নিজের সম্পদ বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। কেরিয়ারেও উন্নতির সুযোগ আসবে।
বৃশ্চিক রাশি: কোনও স্বপ্ন পূরণ করার সুযোগ আসবে। যারা চাকরির খোঁজ করছেন, তাঁরা নতুন চাকরি পেতে পারেন। বাড়তি রোজগারের যোগ আছে।
ধনু রাশি: বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ। নতুন উপার্জনের পথ খুলে যাবে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে। জীবনে প্রেম ও অর্থ বৃদ্ধির যোগ আছে।
আরও খবর দেখুন