মুম্বই: সলমন, শাহরুখের পরে এবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) খুনের হুমকি। অভিযোগের তীর দুবাইবাসী পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাটির দিকে (Pakistani gangster Shahzad Bhati)।
এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। হুমকিবার্তায় শাহাজাদের দাবি, মিঠুনকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন শাহজাদ।
আরও পড়ুন:ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এবার মুখ্যসচিবের কড়া নির্দেশ
এই সংক্রান্ত দুটি ভিডিয়ো পোস্ট করেছে সে। সেখানে গ্যাংস্টার বলেছেন, “আপনি আমাদের (মুসলিম) ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যখন আপনার সিনেমা ফ্লপ করেছে, তখনও মুসলিমরা আপনাকে সম্মান করেছে এবং সমর্থন জানিয়েছে। আপনার মতো বয়সে অনেকেই এমন কিছু বলে ফেলেন, যা নিয়ে পরে পস্তান। আপনাকেও ক্ষমা চাইতে হবে, নাহলে চরম মাশুল দিতে হবে।” গ্যাংস্টার বলেছেন, এটা সিনেমা নয়, বাস্তব জীবন।
দেখুন অন্য খবর: