
কলকাতা: সোনার (Gold) সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন। আর সামনেই তো বিয়ের মরসুম। বিয়েতে নতুন বউকে সোনা উপহার দিতে পারেন! তাই দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ, বৃহস্পতিবার কলকাতায় সোনা-রুপোর দাম কি রয়েছে।
বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম:
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,০২০ টাকা।
দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,০০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,১৭০ টাকা।
মুম্বইতে সোনার দাম–
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামদাম ৬২,০২০ টাকা।
চেন্নাইতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,১৫০ টাকা।
বেঙ্গালুরুতে সোনার দাম –
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৫৬,৮৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৬২,০২০ টাকা।
হায়দরাবাদে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার ৬২,০২০ টাকা।
বৃহস্পতিবার রুপোর দাম:
রুপোর দর সোনার সঙ্গে তাল মিলিয়ে চলে। সোনার দাম যখন বৃদ্ধি পায়, রুপোর দরও তখন বাড়তে থাকে। দেখে নিন কলকাতায় কত যাচ্ছে রুপোর দাম-
১ কেজি রুপোর বাটের দাম ৭৩,২০০ টাকা।
১ কেজি খুচরো রুপো ৭৩,৩০০ টাকা।
অন্য খবর দেখুন: