কলকাতা: ২০২৪ এর শেষে এসে পৌঁছেছি আমরা। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। আসতে চলেছে নতুন আরও একটা বছর। দর্শকদের মধ্যে ওটিটি নতুন করে জায়গা করে নিয়েছে। চলতি বছরের এমন ১০ বাংলা ওয়েব সিরিজ যা পেয়েছে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কিছু ওয়েব সিরিজ (Bengali web series of 2024) দর্শকদের মন জয় করেছে। গল্প চয়ন, ক্যামেরার কাজ একস্ট্রা মাইলেজ দিয়েছে।
তালমার রোমিও জুলিয়েট: রোমিও জুলিয়েটে সেই অমর প্রেমের গল্প এবার বাংলায়, একেবারে আঞ্চলিক গল্পে। ১৫ নভেম্বর ‘হইচই’-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘তালমার রোমিও জুলিয়েট’ (Talmar Romeo Juliet)। দেবদত্ত রাহা, হিয়া রায়, অনুজয় চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে। পরিবার নাকি প্রেম.. কে জিতবে সেই লড়াইয়ে, তাই নিয়েই গল্প ‘তালমার রোমিও জুলিয়েট’। সিরিজটি দর্শকদের মন জয় করেছে।
কাঁটায় কাঁটায়: চলতি বছরে মুক্তি পেয়েছিল নারায়ণ সান্যালের ‘কাঁটায় কাঁটায়’ সিরিজ (Kaantaye Kaantaye)। শাশ্বত চট্টোপাধ্যায়, অন্যান্য চট্টোপাধ্যায়, পায়েল সরকার, সোহম চক্রবর্তীর অভিনীত এই সিরিজে গল্পের মাদকতা দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। সিরিজের প্রথম গল্প, ‘সোনার কাঁটা’ তিনি তৈরি হয়েছে এই সিরিজ। অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘কাঁটায় কাঁটায়’-এর প্রথম ওয়েব সিরিজ। গল্প আইনজীবি পিকে বসু-কে নিয়ে। অবসরপ্রাপ্ত জীবনে তিনি বিভিন্ন রহস্য সমাধান করার জন্য একটি গোয়েন্দা সংস্থা খোলেন।
মিসিং লিঙ্ক: চলতি বছরে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার মিসিং লিঙ্ক। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল লোকনাথ দে ওরফে লোকা এবং অনির্বাণ চক্রবর্তী। সিরিজে অনির্বাণ ছাড়াও দেখা গিয়েছিল লোকনাথ দে, সত্যম ভট্টাচার্যকে।
আরও পড়ুন: রূপমের কণ্ঠে ‘ঝাপসা শহর’
নিকষ ছায়া: চলতি বছরে কালীপুজোর সময় মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’ (Nikosh Chhaya)। অভিনয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যাপাধ্যায়, অনিন্দিতা বসু, অর্ণ মুখোপাধ্যায়।
দেখেছি তোমাকে শ্রাবণে: প্রেমের গল্পের উপর নির্ভর করে তৈরি ওয়েব সিরিজ ‘দেখেছি তোমাকে শ্রাবণে’। মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল সৌম্য মুখোপাধ্যায় ও নেহা আমনদীপকে। এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওটিটি দুনিয়ায় পা রাখলেন নেহা।
অন্য খবর দেখুন