ধূপগুড়ি: ১২৫ বছরে পদার্পণ করল ধূপগুড়ির ঐতিহ্যবাহী পশ্চিম পাড়া বারোয়ারি (Paschim Para Barwari Durga Puja) দূর্গাপুজো (Durga Puja 2024)। এই পুজো ধূপগুড়িতে মাঠের পুজো হিসেবে পরিচিত। মাঠের পুজো এবার ১২৫ তম বর্ষে পর্দাপন করেছে। কাজেই অন্যান্য বারের তুলনায় আয়োজন অনেকটাই বেশি। শহরের ঐতিহ্যবাহী প্রবীণদের এই পুজোর দায়িত্ব এখন নবীনদের কাঁধে। ধূপগুড়ি পুরো এলাকায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর আয়োজন করা হলেও শহরবাসীর কাছে মাঠের পুজো আলাদা মাত্রা পায়। পুজোর সময় অন্তত একবার এই প্রতিমা দর্শন করতে আসবেন শহরবাসী।
আরও পড়ুন: বসাক বাড়ির পুজোয় বাড়ির থিমের ছোঁয়া
বাংলাদেশে এই পুজোর শুরু হয়েছিল। দেশ স্বাধীনের পর এই বাংলায় নিয়ে আসে পুজো। শোনা যায় পরাধীন ভারতে ব্রিটিশ সাহেবরাও এই পুজোতে যোগদান করত। মাঝে এক সময় মাঠের পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে স্থানীয় কিছু যুবক এই ঐতিহ্য নষ্ট হতে দেননি। নিজেরাই এর গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। পুজো প্যান্ডেল মাতৃ প্রতিমা এবং আলোকসজ্জায় অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি খরচ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা।
দেখুন ভিডিও