ঝাড়খণ্ড: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ঝাড়খণ্ডে (Jharkhand) বিধানসভা নির্বাচন (Election)। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। বুথ সংখ্যা ১৫ হাজার ৩৪৪ টি তার মধ্যে ৯৫০ টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টে পর্যন্ত। ভোটারের সংখ্যা ১ কোটি ৩৭ লক্ষ।
কমিশনের রিপোর্ট অনুযায়ী সকাল ৯ টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট পড়েছে ১৩.০৪ শতাংশ। বুধবার প্রথম পর্যায়ের নির্বাচনে মাওবাদী অধ্যুষিত এই রাজ্যের ৮১টি আসনের মধ্য়ে ৪৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী।
আরও পড়ুন:উপনির্বাচন: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ, অশান্ত হাড়োয়া
আজকের প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং তাঁর ছেলে বাবুলাল সোরেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডার স্ত্রী মীরা মুন্ডা, মধু কোডার স্ত্রী গীতা কোডা এবং রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা সাহু৷