আউশগ্রাম : জঙ্গলে ঘেরা আউশগ্ৰাম একসময় ছিল লাল দূর্গ। তবে পালাবদলের পর লাল ফিকে হয়েছে সবুজ ঝড়ে। এলাকায় শক্তিশালী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবুও গোটা হাতে গোনা যা সিপিএমের খাস তালুক ছিল তার মধ্যে অন্যতম আউশগ্রামের বিষ্ণুপুর – অমরপুর অঞ্চল। পঞ্চায়েতের ফল বেরোতেই দেখা যায় বিষ্ণুপুরের লাল দূর্গ অক্ষত রয়েছে। ভোট হিংসায় মৃত সিপিআইএম কর্মী রাজিবুল এর বুথে জয়ী বাম সদস্য সেখ মোহাম্মদ আজারুদ্দিন সহ আরেক পঞ্চায়েত সদস্যরা যোগ দিল তৃণমূলে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার সহ তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লক সভাপতি সেখ আব্দুল লালন সহ অন্যান্য রা।
গত পঞ্চায়েত নির্বাচনেও বিষ্ণুপুর উত্তপ্ত ছিল তৃণমূল সিপিএম সংঘর্ষে। সেই সময় রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হন গ্ৰামের সিপিআইএম কর্মী রাজিবুল হক। পরে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও গ্রামে এসে রাজিবুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পঞ্চায়েতের ফল বেরোতেই দেখা যায় বিষ্ণুপুরের লাল দূর্গ অক্ষত রয়েছে। নজিরবিহীনভাবে গোটা আউসগ্রামের বিভিন্ন পঞ্চায়েত তৃণমল জিতলেও একমাত্র অমরপুর পঞ্চায়েত সেখানে সিপিআই(এম) পাঁচটি পঞ্চায়েত সদস্য পায় । রাজিবুলের বুথে জয় হয় বামেদের । আরও চারজন সদস্য, সদস্যা পায় সিপিএম। কিন্তু লোকসভা ভোটে আউসগ্রাম থেকে ব্যাপক ভোটে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, এরপরই রাজনৈতিক সমীকরণ বদলে গেল লালমাটির আউশগ্রামে। এদিন ভোট হিংসায় মৃত সিপিআইএম কর্মী রাজিবুল এর বুথে জয়ী বাম সদস্য সেখ মোহাম্মদ আজারুদ্দিন সহ আরেক পঞ্চায়েত সদস্যাও যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। তাদের সঙ্গে আরও ১৪০০ জন সিপিআই (এম) কর্মী যোগ দিয়েছেন শাসক দলে।
আরও পড়ুন: বাংলায় তালিবান কায়দায় শাসন চলছে, চোপড়ার ঘটনায় মন্তব্য সুকান্তর
তৃণমূলে যোগদান করে সেখ মোহাম্মদ আজারুদ্দিন বলেন ” মানুষের কাছে যেগুলো বলছি বামপন্থীদের হয়ে মানুষ তা গ্রহণ করছে না, এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে মানুষ গ্রহণ করছেন আর লালন দা এখানে মানুষের খুব পাশে থাকেন, তাই মানুষের হয়ে কাজ করার জন্য তৃনমূলে আসলাম। এ নিয়ে সিপিএমের গুসকরা পশ্চিম লোকাল কমিটির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্য খবর দেখুন
