
নয়াদিল্লি: মঙ্গলবার রাতে দিল্লির (Delhi) রাস্তায় ১৮ বছর বয়সী এক যুবককে একাধিকবার ছুরি দিয়ে কোপানো হয়। একটি কিশোর ছিনতাই করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গিয়েছে খুন করার পর তাঁর শরীরের পাশে ওই কিশোর নাচছে। পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় ওই ঘটনা ঘটেছে। সাড়ে তিনশো টাকার জন্যে এই খুন করেছে সে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কিশোর হামলাকারী শিকারকে ছুরি দিয়ে বারবার আঘাত করছে। কিশোর ওই যুবককে ৬০ বারের বেশি ছুরি দিয়ে আঘাত করে।
পুলিশ (Police) আরও জানায়, হত্যার উদ্দেশ্য ছিল ডাকাতি (Robbery)। অভিযুক্ত প্রথমে ওই যুবককে শ্বাসরোধ করে। একাধিকবার ছুরি দিয়ে আঘাত করার আগে তাঁকে অজ্ঞান করে দেয়। দু’জন একে অপরকে চেনে বলে মনে হচ্ছে না। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে অভিযুক্ত নাবালক একটি দেহকে একটি সরু গলিতে টেনে নিয়ে যাচ্ছে। তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে তাকে বারবার ঘাড়ে ছুরিকাঘাত করতে দেখা যায়। মাথায় কয়েকবার লাথি মারতে যায়। তারপর সে নিথর দেহের উপর দাঁড়িয়ে নাচতে শুরু করে। ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ছবি।
আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ এনআরএসে, গ্রেফতার ৩
মঙ্গলবার, রাত ১১টা ১৫ মিনিট নাগাদ পুলিশের কাছে ফোন আসে যে যে ১৮ বছর বয়সী এক যুবককে ওয়েলকাম এলাকার জনতা মজদুর কলোনিতে ডাকাতির চেষ্টা করতে ছুরি দিয়ে হত্যা করেছে এক কিশোর। ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তরপূর্ব) ) জয় তিরকি বলেন, ভুক্তভোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ অভিযুক্তের খোঁজ করে তাকে গ্রেফতার করে। মৃত যুবককে এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এবং একটি ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও খবর দেখুন