কলকাতা: ঘূর্ণিঝড় দানার জেরে ১৭৮ ট্রেন বাতিল (178 Trains Cancelled due to Cyclone Dana)। ২৫ অক্টোবর ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়। যার জেরে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে আগাম সতর্কতা নিয়ে ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে বুধবার থেকে বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের একগুচ্ছ ট্রেন।
আসন্ন ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana) নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার সন্ধে থেকে বৃষ্টি শুরু হবে উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব – পশ্চিম মেদিনীপুরে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ‘দানা’ সাইক্লোনের জন্য ট্রেন চলাচল ব্যাহত হতে পারে, এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পূর্ব রেল। ঘূর্ণিঝড়ের জেরে বুধবার থেকে বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের একগুচ্ছ ট্রেন। এমনকী আগামী শনিবার এবং আগামী ২৯ অক্টোবরের ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে। যে তালিকায় হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস, নয়াদিল্লি-পুরী পুরষোত্তম এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সহ অসংখ্য ট্রেন আছে। সেইসঙ্গে ওইসব রুটের বিভিন্ন ডাউন ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘দানা’ মোকাবিলায় আগাম প্রত্তুত কলকাতা পুরসভা
কৌশিক মিত্র জানান, “দানা আসতে চলেছে। বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনে ২৪ ও ২৫ তারিখে কন্ট্রোল রুম খোলা থাকবে। সাগর সংলগ্ন এলাকা হাসনাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবারে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুপারভাইজারি টিম থাকবে। ট্র্যাকশন পাওয়ারের লোকেরা থাকবে। টাওয়ার ওয়্যাগন রাখা হবে। সঙ্গে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা লোকো পাইলটদেরও সতর্ক করেছি।