নয়দিল্লি: প্রবল বৃষ্টিতে দিল্লিতে (Heavy Rainfall Delhi) আইএএস কোচিং সেন্টারের (Delhi IAS Coaching) বেসমেন্টে জল ঢুকে ভয়াবহ পরিস্থিতি। জমা জলে ডুবে মৃত্যুর হল ২ পড়ুয়ার (Student Drowned in Delhi)। দিল্লিতে ওল্ড রাজেন্দ্র নগরে এক কোচিং সেন্টারে দুর্ঘটনাটি ঘটে। শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টি হয় দিল্লিতে। সেই বৃষ্টিতে ভরে গিয়েছিল এলাকার ড্রেন। সেখানে বেসমেন্টে আইএএস সংক্রান্ত পরীক্ষার কোচিং ক্লাস চলছিল। বৃষ্টির জল ঢুকে পড়ে সেখানে। আচমকা এত জল জমে যাওয়ায় বেরনোর রাস্তা পাননি পড়ুয়ারা। সেই জলে ডুবেই ২ ছাত্রীর মৃত্যু হয় বলে খবর। একাধিক পড়ুয়ার ভিতরে আটকে থাকার সম্ভাবনার রয়েছে।
জানা গিয়েছে, দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে বহু কোচিং সেন্টারে সরকারি চাকরির পড়াশোনা নিয়ে চলে কোচিং সেন্টার। শনিবার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি শুরু হয় দিল্লিতে। তাতেই একটি ড্রেন উপচে জল ঢুকে পড়ে কোচিংয়ের বেসমেন্টে। জল এতটাই বিপদসীমা পর্যন্ত পৌঁছে যায় যে বেরনোর রাস্তা পায় না পড়ুয়ার। বহু পড়ুয়ার নিখোঁজ হয়ে যায়। ঘটনাস্থলে যায় দমকল। সেখান থেকে পড়ুয়াদের উদ্ধার করতে দমকল, এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। এরপরই জল থেকে দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: সোমবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা
এক্স হ্যান্ডেল পোস্ট করে মন্ত্রী অতিশী জানিয়েছেন,’ সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনার খবর রয়েছে। দিল্লি দমকল বাহিনী এবং এনডিআরএফ ঘটনাস্থলে রয়েছে। সচিবকে ঘটনার তদন্তের নির্দেশ দেন। সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ এম হর্ষবর্ধন জানান, শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির কারণে ওই কোচিং সেন্টার চত্বর জলে ডুবে যায়। তিনিই জানান, যারা ভিতরে আটকে রয়েছে তাদের উদ্ধারকাজ চলছে। ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। জল নিকাশিতে সময় লাগবে।
অন্য খবর দেখুন
