কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে গর্জে উঠেছে দেশ। আরজি করের প্রভাব টলিউডেও। আরজি কর কাণ্ডের প্রভাব সরাসরি পড়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে (RG Kar Case Effect in Tollywood )। এই পরিস্থিতিতে দুটি বাংলা সিনেমা ছবি মুক্তির দিন পিছিয়ে দিল। সূত্রের খবর, ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ এবং রাজ চক্রবর্তীর ‘বাবলি’। সদ্য মুক্তি প্রাপ্ত ওই দুই সিনেমা নিয়ে যেরূপ ব্যবসার আশা করা হয়েছিল, ছবি মুক্তির এক সপ্তাহ পরও, সেই আশা পূরণ ফল হয়নি। অনেকে মনে করছেন, আরজি করের মতো ঘটনায় চিন্তিত সবাই, প্রতিবাদে ফেটে পড়েছে সাধারণ মানুষ থেকে সেলেবরা, ঠিক এই সময় সিনেমা দেখার মানসিকতা বেশিরভাগ মানুষেরই নেই।
আরও পড়ুন: থানার গেট ভেঙে ঢুকল বিজেপি কর্মীরা, উত্তাল নন্দীগ্রাম
সোশ্যাল মিডিয়ায় থেকে রাস্তায় ‘জাস্টিস’ চেয়ে পথে নেমেছিল স্টুডিওপাড়া। স্থগিত রয়েছে একাধিক ছবি টিজার, ট্রেলার মুক্তি। এমনকী পিছিয়ে যাচ্ছে, ছবি মুক্তিও। তাই অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ছবিটির মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। অন্যদিকে শাশ্বতা চ্যাটার্জি অভিনীত ‘যমালয়ে জীবন্ত ভানু’, যা অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের বায়োপিক, ৩০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন তারিখও ঘোষণা করা হয়নি। সবাই মনে করে #JusticeForTilottama-ই এখন একটি অগ্রাধিকার। মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাবাবিক হলেই তবে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
অন্য খবর দেখুন