কলকাতা: রাজ্যজুড়ে শীতের আমেজ। তারমাঝেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, বিক্ষিপ্ত ভাবে স্বল্প বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের দুই জেলায়। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার ও পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
কেমন থাকছে কলকাতার আবহওয়া?
আজ মঙ্গলবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। সকালের দিকে বাতাসে হালকা কুয়াশা ও ধোঁয়াশা ঊপস্থিতি। বেলা বাড়লে পরিষ্কার আকাশ ও মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সন্ধ্যের দিকে শীতের আমেজ আরও খানিক বাড়বে।
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তে গাফিলতির অভিযোগ, হাসপাতাল থেকে ১০টি রিপোর্ট চাইল সিবিআই
দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বীরভূম জেলাতে।
দেখুন আরও খবর: