মুম্বই: মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা ওরলি সি লিঙ্কের টোল প্লাজায় (Bandra-Worli Sea Link) ফের ‘হিট অ্যান্ড রান।’ বলি ৩ জন। আহত হয়েছেন আরও ৯। বৃহস্পতিবার রাতে একটি এসইউভি (SUV) গাড়ি বেপরোয়া গতিতে এসে একের পর এক ধাক্কা মারে অন্য গাড়িতে। পালানোর সময় ওই গাড়িতে পিষ্ট হন ৩ জন। পুলিশ জানিয়েছে, একটি টয়োটা ইনোভা (Toyota Innova) বান্দ্রার দিক থেকে এসে প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজ (Mercedes) গাড়িকে। রাত সওয়া ১০টা নাগাদ টোল প্লাজার (Toll Plaza) মাত্র ১০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
ধাক্কা মারার পরই ইনোভাটি আরও দ্রুত বেগে পালানোর চেষ্টা করে। তাতে পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। টোলে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে সজোরে ধাক্কা মারায় দুই মহিলা সহ তিনজনের মৃত্যু হয়। পুলিশ সূত্র জানিয়েছে, পরপর গাড়িকে ধাক্কা মারায় মোট ৬টি গাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জখমদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। টয়োটা ইনোভার চালকও সামান্য আহত হয়েছেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন: হাওড়ায় কারখানায় আগুন, দমকলের ১৭টি ইঞ্জিন
এদিকে, এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা জিতেন্দ্র চৌধুরি দাবি করেছেন, গাড়ি চালক তাঁকে ধাক্কা মারার চেষ্টা করেছিলেন। তাঁর বক্তব্য, একটি অনুষ্ঠান থেকে তিনি ফিরছিলেন। সেই সময় তাঁর গাড়িটিকে পিছন থেকে এসে ধাক্কা মারা হয়। তিনি জানালার ধারে বসেছিলেন, সেই দিকেই পাশ ঘেঁষে তাঁকে ধাক্কা মারার চেষ্টা করেন গাড়ি চালক। কোনওরকমে তাঁর গাড়ি সমুদ্রে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়।
দেখুন অন্য খবর