লন্ডন: ব্রিটেনে (Britain) নতুন প্রধানমন্ত্রী (Prime Minister) হয়েছেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার (Keir Starmer) । তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই প্রেক্ষিতেই একটি পরিসংখ্যান সামনে এল তাতে দেখা যাচ্ছে ব্রিটেনের ৫৮ জন প্রধানমন্ত্রীর ৩১ জনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
জানা গিয়েছে, ৩১ জনের মধ্যে ১৩ জন অক্সফোর্ডের ক্রাইস্টচার্চে, ৩ জন ট্রিনিটিতে, ৪ জন ব্যালিওলে, ২ জন ব্রেসনোজে, এছাড়া ১ জন কের হার্টফোর্ড, জেসাস কলেজ, সেন্ট হিউজ, সেন্ট জনস, সোমারভিল, ইউনিভার্সিটি কলেজ, সেন্ট অ্যাডমান্ট হল, মার্টন ও লিঙ্কনে পড়াশোনা করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হন আর্ল অব উইলমিংটন। পরবর্তী সময়ে হার্টহলের ছাত্র হেনরি পেলহাম, ক্রাইস্ট চার্চের জর্জ গ্রেনভিলে, ট্রিনিটির আর্ল অব চ্যাটহাম থেকে শুরু করে সেন্ট জোনসের টনি ব্লেয়ার, ব্রাসেনোর ডেভিড ক্যামেরন, সেন্ট হিউজের টেরেসা মে, ব্যালিওলের বরিস জনসন, মার্টনের লিজ ট্রাস, লিঙ্কনের ঋষি সুনক, সেন্ট অ্যাডমান্ড হলের কিয়ের স্টার্মার প্রধানমন্ত্রী হয়েছেন।
আরও পড়ুন: রেকর্ড, ২০২৪ পৃথিবীর ঊষ্ণতম বছর
আরও খবর দেখুন