চণ্ডীগড়: বড়সড় দুর্ঘটনা। হাওড়া মেইল(Howrah Mail, explosion) কোচের ভিতরে বিস্ফোরণে কমপক্ষে ৪ জন যাত্রী আহত বলে বিবৃতি দিল জিআরপি। শনিবার রাতে পঞ্জাবের ফতেগড় সাহিব(Punjab’s Fatehgarh) জেলার সিরহিন্দ রেল স্টেশনের (Sirhind railway station) কাছে এই হাওড়া-অমৃতসর মেইলের জেনারেল কোচে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন মহিলা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্লাস্টিকের বালতিতে বিস্ফোরণ ঘটেছে। সেখানে আতশবাজি রাখা ছিল।
আরও পড়ুন:বালি স্টেশনের কাছে অমৃতসর মেলে আগুন! আতঙ্কে যাত্রীরা
রবিবার জিআরপির অতিরিক্ত পুলিশ সুপার জগমোহন সিং এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ট্রেনটি হাওড়া থেকে অমৃতসরের দিকে যাচ্ছিল। বিস্ফোরণের জেরে চারজন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে একজন মহিলা। হাওড়া মেইলটি সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছ দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। প্লাস্টিকের বালতিতে রাখা আতশবাজি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই অনুমান করা হচ্ছে।
আহতদের ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
অন্য খবর দেখুন: