নয়া দিল্লিঃ গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করছে ইজরায়েল। দেশটির পাখির চোখ গাজার শরণার্থী শিবির থেকে আশ্রয় কেন্দ্র। গাজার উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। বেইত লাহিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ মৃত প্রায় ৪০০ জন।আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে গাজা উপত্যকার হামাস পরিচালিত কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ উপনির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত আজ
শনিবার ইজরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এখানে হতাহতের ঘটনা না ঘটলেও উত্তরাঞ্চলের হামলার কারণে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, চলমান সামরিক হামলায় উত্তরাঞ্চলে ৪০০ জনেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। যা আবারও এলাকাটিকে ধ্বংস করেছে। সামরিক বাহিনী ৬ অক্টোবর উত্তর গাজাকে লক্ষ্য করে একটি ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে। তারপর থেকে, ভয়ংকর হামলা চালিয়ে চলছে ইসরায়েল। ঘরবাড়ি ছাড়া গাজার স্থানীয় বাসিন্দারা।
আরও খবর দেখুনঃ