লখনউ: উত্তরপ্রদেশে (Uttarpradesh) মর্মান্তিক দুর্ঘটনা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ জুনিয়র চিকিৎসকের। আরও এক চিকিৎসক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বুধবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে (Agra-Lucknow Expressway)। মৃত পড়ুয়ারা উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস- (Uttar Pradesh University of Medical Sciences) এর স্নাতকোত্তর শিক্ষার্থী বলে খবর।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর তিনটে নাগাদ একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ডাক্তারি পড়ুয়ারা। আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে, উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে।
গতির তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মারা যান পাঁচ পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় এক পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুয়া: আদানির গ্রেফতারির দাবিতে ফের সোচ্চার রাহুল গান্ধী
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের দিকে গাড়ির চালক কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরে এই দুর্ঘটনা।
পুলিশ আধিকারিক প্রিয়াঙ্কা বাজপেয়ী জানিয়েছেন, বুধবার ভোরে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। আগ্রাগামী স্করপিও এসইউভিতে ছিলেন ডাক্তারি পড়ুয়ারা। স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে পাশের লেনে ঢুকে পড়ে। তখনই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। গাড়িতে থাকা এক পড়ুয়া বাদে সকলেরই মৃত্যু হয়েছে।
নিহতদের নাম অনিরুদ্ধ বর্মা, সন্তোষকুমার মৌর্য, জয়বীর সিংহ, অরুণ কুমার এবং নরদেব। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে পড়ুয়াদের পরিবারকে।
দেখুন অন্য খবর: