কলকাতাঃ আরজি কর (RG Kar) নিয়ে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। এ নিয়ে ১০দিন ধর্মতলায় অনশনরত আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে দুর্নীতি মামলায় ফের গ্রেফতার ন্যাশনাল মেডিকেল কলেজের স্টাফ ও আধিকারিক মিলিয়ে ৫ জনকে তলব করল সিবিআই (CBI)। এদিন ৫ জনকে নিজাম প্যালেসে তলব করা হয়। বুধবার নথি নিয়ে ৫ জনই হাজির হন সিবিআই দফতরে।
অপরদিকে, আরজি করের দুর্নীতি মামলার তদন্তে জেরার মুখেব সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই সন্দীপকে জেরা করতে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক। সূত্রের খবর, গ্রেফতার আশিস পাণ্ডের মূল অভিযুক্তদের সঙ্গে। যোগসাজশ ছিল।
আরও খবর দেখুন: রানি রাসমণি রোডে চিকিৎসকদের দ্রোহের কার্নিভালে অনুমতি হাইকোর্টের
উল্লেখ্য, আরজি কর মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন আশিস পাণ্ডে। তাঁর ইউপিআই লেনদেন ঘিরে এবার বিস্ফোরক দাবি সিবিআই-এর। ইডি সূত্রে খবর, ঘুষের টাকা এসেছে অনলাইন লেনদেনের মাধ্যমেই। তদন্তে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই আর্থিক লেনদেন এবং বেআইনি টেন্ডার সংক্রান্ত তথ্য় পাওয়া গেছে।
জানা গিয়েছে, ইডির তরফে তথ্য়প্রমাণগুলি সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করার জন্য় আলিপুর আদালতে আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করলে আগামীকাল প্রেসিডেন্সি জেলে জিজ্ঞাসাবাদ করা করে।
দেখুন আরও খবর: