কলকাতা: কেউ আইনের উর্ধ্বে নন? পুলিশ কমিশনারের (Police Commissioner) অনুমতি ছাড়া তরুণী ডাক্তারের (Doctor) সৎকার জোর করে অন্য শবদেহের আগে করে দেওয়া হয়? একটি সংবাদমাধ্যমে বক্তব্যে আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে এমনই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্যে স্পষ্ট তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ। অভিযোগের তির কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে।
অশোকবাবু জানিয়েছেন, আমাদের পুরনো যে ভারতীয় দণ্ডবিধি ছিল তাতে ২০১ ধারায় যারা তথ্যপ্রমাণ লোপাট করে তাদের ৭ বছরের সাজা হত। বর্তমান যে সংহিতা এসেছে সেখানেও ২৩৮ ধারায় সাত বছরের সাজা হয়। ওই তরুণী ডাক্তারের বাবা পুলিশ অফিসারের নাম করে দিয়ে বলছেন যে তাঁকে টাকা দেওয়া হয়েছিল। নির্যাতিতার বাবা বললেন আমাকে চাপ দিয়ে একটি ভিডিও করিয়েছে। কেউ আইনের উর্দ্ধে নন? পুলিশ কমিশনারের অনুমতি ছাড়া সৎকার জোর করে অন্য শবদেহের আগে করে দেয়? হাসপাতালে বাবা-মাকে যেতে দেয় না। অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে।
আরও পড়ুন: কৃষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদি সরকারের
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরও বলেন, হাসপাতালের মধ্যে ডাক্তার মেয়েটি কর্মরতা ছিলেন। তিনি প্রায় ৩৬ ঘণ্টা ডিউটি করে বিশ্রাম করছিলেন। এটা সুরক্ষিত জায়গা। সেখানে পুলিশ আউটপোস্ট আছে। নির্ভয়া কাণ্ডের সঙ্গে এর তুলনা করা যায় না। সেখানে ঘটনা ঘটেছিল রাজপথে বাসে।
আরও খবর দেখুন