নদিয়া: এবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোতেও (Jagaddhatri Puja) দেখা যাবে সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা। পুরোটাই তৈরি ফাইবার গ্লাসে। নদিয়ার রানাঘাট (Nadia Ranaghat) কামালপুরে যে সমস্ত শিল্পীরা সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করেছিল তারাই এবার কৃষ্ণনগর সান্ধ্য মাঠ পাড়ায় ক্লাব প্রতিভা তৈরি করেছে সবচেয়ে বড় জগদ্ধাত্রী। যে সমস্ত দর্শনার্থী রানাঘাটের কামালপুরে সবচাইতে বড় দুর্গার স্বাদ পাননি তাদের জন্য থাকছে এবার সবচেয়ে বড় জগদ্ধাত্রীর চমক। প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে এই জগদ্ধাত্রী প্রতিমা। ইতিমধ্যেই ফাইবার গ্লাসের প্রতিমার উপর পড়েছে রঙের প্রলেপ। সম্পন্ন হয়েছে চক্ষুদান পর্ব। এখন শুধুমাত্র দীর্ঘ উচ্চতার এই প্রতিমা দাঁড় করানোর অপেক্ষা। এর আগে ক্লাব প্রতিভা ৬০ ফুটের সবচেয়ে বড় কালি তৈরি করে সকলের নজরে এসেছিল। এবার সেই রেকর্ড ভেঙে ৭০ ফুটের জগদ্ধাত্রী তৈরি করে নজির ঘটতে চলেছে।
পুজো উদ্যোক্তা জানান, সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা এখানে তৈরি হলেও কোন বড় স্পন্সর পায়নি। সদস্যদের অনুদান এবং কিছু চাকুরিজীবী ছাড়াও ভিনদেশে থাকা সদস্যদের প্রচেষ্টাতেই সবচেয়ে বড় জগৎ ধাত্রী পুজো সম্পন্ন হতে চলেছে। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে ক্লাব প্রতিভায় মানুষের ঢল নামবে সেটা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে সবচেয়ে বড় দুর্গা সবচাইতে বড় কালি হলেও সবচাইতে বড় জগধাত্রী কৃষ্ণনগরে এই প্রথম। তাই ইতিমধ্যেই সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মত। অনেকেই খোঁজখবর নিতে শুরু করেছে ক্লাব-প্রতিভার জগদ্ধাত্রী মূর্তি নিয়ে। ভিড় বাড়াতে শুরু করেছে ইউটিউবাররা।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডের ৩ মাস নাগরিক মিছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের
মূর্তি তৈরির অন্যতম সুজয় বিশ্বাস বলেন, রানাঘাটের কামালপুরে আমাদের স্বপ্নে জল ঢেলে দিয়েছিল প্রশাসন। তাই সেই দুঃখ যন্ত্রণা ভোলাতে আমরা ফের কৃষ্ণনগরে ফিরে এসেছি। সুজয় বাবু আগাম জানান, আগামীতে আরও বড় দুর্গা প্রতিমা তৈরি হবে সে কামালপুরেই। আর এবারে যেহেতু সবচাইতে বড় দুর্গা করতে বাধা প্রাপ্ত হয়েছে আর তাই কৃষ্ণনগরে সবচাইতে বড় জগদ্ধাত্রী দেখতে মানুষের ঢল নামবে। প্রতিমা তৈরির পর সুজয় বাবু নিজেও খুব উচ্ছ্বসিত ক্লাব প্রতিভার সবচাইতে বড় জগৎধাত্রী নিয়ে।
অন্য খবর দেখুন