নয়াদিল্লি: শ্রীলঙ্কায় (Srilanka) হল প্রেসিডেন্ট ভোট। ৭০ শতাংশ ভোট পড়ল। বিক্রমসিঙ্ঘের (Ranil Wickremesinghe) সঙ্গে লড়াই রাজপক্ষে (Rajapaksa) পুত্র ও বিরোধী দলনেতার। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে গেলে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। কোনও প্রার্থীই সেই ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে।
বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের মূল প্রতিদ্বন্দ্বী পার্লামেন্টের বিরোধী দলনেতা সজিথ প্রেমদাসা ও প্রাক্তন প্রেসিডেন্ট রাজপক্ষের পুত্র নমল। এছাড়া বামজোটের নেতা অনুরাকুমার দিশানায়েক সহ মোট ৩৮ জন প্রার্থী। শনিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যার পর গণনা শুরু হয়েছে।
আরও পড়ুন: কেশপুরে চিকিৎসা পরিষেবা ও ত্রাণ তুলে দিলেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা
শ্রীলঙ্কায় গত কয়েক বছরে যে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে সেই আবহে এটি প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে প্রথমবার এমন আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হয় শ্রীলঙ্কাকে। পরিস্থিতি এতটা খারাপ হয় যে দেউলিয়া হয়ে যায়। সেই আর্থিক সঙ্কটের আবহে ২০২২ সালে পতন হয় রাজাপক্ষে পরিবারের। জনবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সেসময়ের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও প্রেসিডেন্ট গোতাবায়ে। পার্লামেন্ট সদস্যদের ভোটাভুটিতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টর দায়িত্ব নিয়েছেন রনিল।
আরও খবর দেখুন