গুয়াহাটি: অসমে (Assam) মর্মান্তিক (Accident) দুর্ঘটনায় প্রাণহানি ৮ জনের। মৃতদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের কোচবিহারের (Cooch Behar) বাসিন্দা। আহত আরও তিন। শনিবার অসমের বজালি (Bajali) ও ধবুরি (Dhubri) এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বজালি দুর্ঘটনায় নিহতরা ‘রাস’ উৎসব দেখে নলবাড়িতে বাড়ি ফিরছিলেন, যখন ভবানীপুরে তাদের ভ্যানটি ট্রাককে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। মৃতদের নাম আশিস হাবিব খান, মিজানুর রহমান, রয়্যাল খান, মিজানুর খান, মইনূল হক। আহত দুই ব্যক্তিকে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের সুরক্ষা বৃদ্ধিতে UGC-র বড় পদক্ষেপ
অপর দুর্ঘটনাটি ঘটে ধুবরিতে। দুর্ঘটনায় গৌরীপুর থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে রাস মেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম ধনঞ্জয় রায়, বিকাশ কলিতা এবং রাম রায়। আহত খনিন্দ্র রায় বর্তমানে ধুবরি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দেখুন অন্য খবর: