কলকাতা: বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হল। লালবাজারের একটি সূত্র মারফত এমনই জানা গিয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ।
বুধবার রাত ১২টা নাগাদ আরজি করের সামনে মেয়েদের রাত দখলের কর্মসূচি শুরু হয়। ঠিক তারপরই একদল যুবক-যুবতী আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়েন। ভাঙচুর চালানো হয় জরুরি বিভাগ। এমনকী আন্দোলনকারী চিকিৎসকদের মঞ্চও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। প্রায় আধ ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই হামলায় কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। কিন্তু যাঁরা হামলা চালালেন, তাঁরা কারা, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: আরজি করে রাজ্যপাল, কথা আন্দোলনকারীদের সঙ্গে
এদিকে কলকাতা পুলিশের (Kolkata Police) অফিসিয়াল পেজে গতাকলকের ঘটনার রাতের ছবি দিয়ে অপরাধীদের সন্ধান চাই বলে বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার। এদিন সকালে লালবাজারে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। পুলিশ কমিশনার বিনিত গোয়েলের নির্দেশ, দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।
দেখুন আরও অন্যান্য খবর: