HomeScrollবিরাট নজির ‘অধিনায়ক’ রোহিতের, যা নেই সৌরভ-ধোনিরও

বিরাট নজির ‘অধিনায়ক’ রোহিতের, যা নেই সৌরভ-ধোনিরও

ওডিআই বিশ্বকাপের এক সংস্করণে রোহিত পাঁচশোর বেশি রান করে ফেললেন

বেঙ্গালুরু: ২০২৩ বিশ্বকাপে ফর্মের শিখরে রয়েছেন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেন করতে যে কিলার ইনিংস তিনি খেলছেন তা এককথায় অনবদ্য। নেদারল্যান্ডসের (Netherland) বিরুদ্ধে ম্যাচেও ঝোড়ো ৬১ রানের ইনিংস খেলেন। আর তারপরই এক নয়া নজির গড়লেন রোহিত।

প্রথম অধিনায়ক হিসাবে ওডিআই বিশ্বকাপের এক সংস্করণে রোহিত পাঁচশোর বেশি রান করে ফেললেন। চলতি বিশ্বকাপে ৯ ইনিংসে রোহিতের সংগ্রহ ৫০৩ রান। একটি সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। এই নজির ভারতের আর কোনও অধিনায়করে নেই।

আরও পড়ুন: ভারত-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

অধিনায়ক থাকার সময়ে সৌরভ ২০০৩ বিশ্বকাপে ৪৬৫ রান করেছিলেন। সেটাই ছিল এত দিন ভারতের কোনও অধিনায়কের করা বিশ্বকাপের এক সংস্করণে সর্বোচ্চ।

আরও খবর দেখুন 

Kali Puja 2023 | সেজে উঠেছে কালীঘাট মন্দির, দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments