দুর্গাপুর: শাশুড়িকে (Mother in law) পিটিয়ে খুন (Death) করার অভিযোগ উঠল বৌমা, বৌমার বান্ধবী সিভিক ভলান্টিয়ার, বৌমার ভাই ও বাবার বিরুদ্ধে অভিযোগ । এর পাশাপাশি সম্পত্তিজনিত লোভের অভিযোগও এনেছে পরিবার। অভিযোগের তির বৌমা সুনন্দা রায়, বান্ধবী সিভিক ভলান্টিয়ার অমৃতা সামন্ত, বৌমার ভাই অনিমেষ তা ও বৌমার বাবা জয়দেব তার বিরুদ্ধে। মৃতার নাম অনিমা রায়, বয়স ৭০।
গত বছর দুয়েক থেকে সিভিক ভলান্টিয়ার অমৃতা সামন্তর সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয় গৃহবধূ সুনন্দা রায়ের। এই সম্পর্কে প্রথম থেকেই আপত্তি ছিল স্বামী প্রশান্ত রায় ও শাশুড়ি অনিমা রায়ের। এর পাশাপাশি বেনাচিতির দেবীনগরে যে বাড়িতে রায় পরিবার বসবাস করেন, সেই বাড়িটির ওপরও নজর ছিল এই অমৃতা সামন্তর। এমনই অভিযোগ পরিবারের। এই ইস্যুতে গত দু-আড়াই বছর ধরে অশান্তি চলছিল পরিবারে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায়ের জামিন
এই অশান্তি চরমে ওঠে গত ২৯ অক্টোবর লক্ষ্মী পুজোর পরের দিন। বেনাচিতির দেবীনগরের বাড়িতে অনিমা রায়কে ব্যাপক মারধোর করার অভিযোগ ওঠে সুনন্দা রায়, অমৃতা সামন্ত, অনিমেষ তা ও জয়দেব তার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই গতকাল ৯ নভেম্বর বিকেলে মৃত্যু হয় অনিমা রায়ের। অভিযুক্তদের বিরূদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন মৃতার দুই ছেলে শ্রীকান্ত রায় ও প্রশান্ত রায়।
আরও খবর দেখুন