মুম্বই: উপনির্বাচনের দিনেই বিরাট পতন দেখা গেল দেশের শেয়ার বাজারে। আজ নিয়ে টানা ৫ দিন নিম্নমুখী শেয়ার বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-উভয় ক্ষেত্রেই সূচকের মান নীচে নেমে গিয়েছে। এর মধ্যে আজ অর্থাৎ, বুধবার বিশাল ধস নামল সূচকে। দেশ জুড়ে ভোটের দিন সেনসেক্স পড়ল ৯৮৪ পয়েন্ট। ১.২৫ শতাংশ পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৯১ পয়েন্টে। অন্যদিকে বোম্বে স্টক এক্সচেঞ্জের নিফটি খুইয়েছে ৩২৫ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ। আজ বাজার বন্ধের আগে নিফটি দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৫৯ পয়েন্টে। উল্লেখ্য, আজ সর্বোচ্চ ৭৮,৬৯০.০২ পয়েন্টে উঠেছিল সেনসেক্স এবং সর্বোচ্চ ২৩,৮৭৩.৬০ পয়েন্ট উঠেছিল নিফটি। আজ মাত্র ৬২৮ টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে ৩,১৮০ টি শেয়ারের দাম পড়েছে এবং ৯২ টি শেয়ারের দামে কোনও উত্থান বা পতন লক্ষ্য করা যায়নি।
আরও পড়ুন: এসডিএমকে সপাটে চড় কষালেন নির্দল প্রার্থী!
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কেন শেয়ার বাজারে এই ধস নামল? বিশেষজ্ঞরা এর পিছনে একজোড়া কারণ খুঁজে বের করেছেন। প্রথমত, ডলারের দামের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে শেয়ার বাজারে এই ধস নামতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। আবার আরও একদল বিশেষজ্ঞর মতে, ভারতীয় বাজারের প্রতি বিনিয়োগকারীদের উৎসাহ কমে যাওয়ার কারণে শেয়ার বাজার নিম্নমুখী হয়ে রয়েছে। তবে যাই কারণ হোক না কেন, শেয়ার বাজারের এই পতন যে বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতির মুখে ফেলতে পারে, তা নিঃসন্দেহে অনুমান করা যায়।
দেখুন আরও খবর: