হাওড়া, জগন্নাথ সামন্ত: চিরাচরিত রীতি মেনে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ (Belur Math) সারদা পীঠে হচ্ছে জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri puja) । মঠের নিয়ম অনুসারে নবমীর দিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো একসঙ্গে করা হয়। গতকাল সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হয়। আজ ভোর ছটায় হয়েছে পূর্বাহ্নের পুজো। দশটায় পুষ্পাঞ্জলি। দুপুর ১১ টায় হয় মধ্যাহ্নের পুজো।
সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত দেওয়া হবে খিচুড়ি ভোগ। দুপুর দুটায় অপরাহ্ণের পুজো। বিকাল চারটের হোম এবং পুষ্পাঞ্জলী। সন্ধ্যা ছটায় আরতী।
আরও পড়ুন: সিবিআইয়ের ‘অস্ত্র’ প্রস্তুত, সোমবার থেকে আরজি কর কাণ্ডের বিচার শুরু
আগামীকাল সকাল সাতটায় দশমীর পুজো। সকাল সাড়ে আটটায় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা ছটায় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন। সারদা পিঠের এই জগদ্ধাত্রী পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়।
দেখুন অন্য খবর: