ওয়েব ডেস্ক : সল্টলেক (Saltlake) সেক্টর ফাইভে (Sector V) ফের রণক্ষেত্রের চেহারা নিল এক পানশালার সামনে। শুক্রবার রাত দেড়টা নাগাদ পানশালার সামনে হাতাহাতিতে জড়াল সেনা ও কয়েকজন যুবক। সেনাবাহিনীর একদল সদস্য ও বেশ কয়েকজন যুবকের মধ্যে উত্তপ্ত বচসা থেকে শুরু হয়ে তা রীতিমতো হাতাহাতিতে পরিণত হয়। দুই পক্ষই ছিল মদ্যপ অবস্থায় ছিল বলে খবর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে, লোহার রড, উইকেট দিয়ে মারধর চলে।
এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযোগ, হাতাহাতির সময় বেশ কিছু মহিলাকেও মারধর করা হয়। পাশাপাশি, বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এমনকি পুলিশকেও হেনস্থা করার অভিযোগ উঠেছে।
আরও খবর : মহেশতলায় নার্সের দেহ উদ্ধার, খুনের অভিযোগ
তবে এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে, এত রাতে পানশালা কীভাবে খোলা ছিল? প্রসঙ্গত, আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের পরে পানশালা বন্ধ থাকার কথা থাকলেও, সেক্টর ফাইভে একাধিক পানশালা গভীর রাত পর্যন্ত খোলা থাকে বলে অভিযোগ। এর আগেও এই এলাকা থেকে একাধিকবার হাঙ্গামার খবর উঠে এসেছে।
কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই অবৈধ রাতের এই ব্যবসা বন্ধ করার দাবি তুলেছেন।
দেখুন অন্য খবর :