দক্ষিণ ২৪ পরগনা: ফের রাজ্যবাসী সাখি থাকল এক মর্মান্তিক দুর্ঘটনার। একদিকে যখন আজ শিয়ালদহ আদালতে ধর্ষণ খুন মামলায় ধৃত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল, ঠিক সেই দিনেই বাসন্তীতে এক নাবালিকাকে উঠল ধর্ষণ করে খুনের অভিযোগ। ১২ বছরের এক নাবালিকাকে উঠল ধর্ষণ করে খুনের অভিযোগ।
আরও পড়ুন: সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী
জানা যাচ্ছে, সেই নাবালিকা টানা ১২ দিন ধরে নিখোঁজ ছিল। আর আজ ১২ দিনের মাথায় তার দেহ উদ্ধার হয় এলাকা থেকেই। স্থানীয়দের দাবি, মাঠের মধ্যে তার দেহ পুঁতে রাখা ছিল। পরিবার অভিযোগ তোলেন, তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এলাকায় পুলিশ পৌঁছেছে।
পরিবারের দাবি, ১২ দিন আগে পরিচিত এক যুবক নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আর তারপর থেকেই নিখোঁজ ছিল সেই নাবালিকা। আজ ১২ দিন পর তার দেহ উদ্ধার হল এলাকা থেকেই, তাও আবার মাঠে পুঁতে রাখা হয়েছিল।
দেখুন অন্য খবর