জয়ন্ত মজুমদার, ব্যারাকপুর: ঘোলার হোটেল (Ghola Hotel) থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বাবলু মণ্ডলের (Bablu Mondal) পরিবারের অভিযোগকে ঘিরে তদন্তে (Investigation) নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, ঘোলা হোটেলে মৃত বাবলু মণ্ডলের বাড়ি ব্যারাকপুর (Barrackpore) চখ কাঠালিয়া (Chakh Kathalia) অঞ্চলে। শুধু বাবলু নয়, তার সঙ্গে যাওয়া সেই মহিলা তিতলি দে (Titli Dey) তার বাড়িও ওই একই জায়গায়।
পাশাপাশি দুইবাড়ি যদিও ওই মহিলা তিতলি দে যার নাম তার বাড়িতে কেউ নেই তালা বন্ধ। পরিবারের লোকের অনুমান তাকে চক্রান্ত করে নিয়ে গিয়ে মারা হয়েছে।
আরও পড়ুন: আমেরিকার অনুদান খরচ হয় ৭ প্রকল্পে, জানিয়ে দিল মোদি সরকার
তারা চান প্রশাসন নির্দিষ্টভাবে তদন্ত করুক কারণ যেভাবে তার মৃতদেহ ওই হোটেলে উদ্ধার হয়েছে তাতে রহস্য বেড়েছে। পাশাপাশি দুই বাড়ি অথচ তাদের মধ্যে কোন সম্পর্ক ছিল এটাই কেউ জানে না। এলাকার বাসিন্দাদের দাবি পুলিশ তদন্ত করুক এবং দোষীদের শাস্তি হোক।
বাবলু বেলা তিনটের সময় বাড়ি থেকে বের হন কাজের নাম করে। তারপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনের ও সুইচ অফ ছিল। যে মহিলা সঙ্গে তিনি গিয়েছিলেন তার মোবাইলেও সুইচ অফ।
দেখুন অন্য খবর: