ঘাটাল: দিকে দিকে নাবালিকা নির্যাতনের খবর সামনে আসে। আর এবারও তার অন্যথা হল না। এবার এক ফেরিওয়ালার বিরুদ্ধে উঠল নাবালিকা অপহরণের অভিযোগ।
ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ বুধবার। বুধবার দুপুর নাগাদ ঘাটাল থানার খড়ার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল ফেরিওয়ালার বিরুদ্ধে। ঘটনার জেরে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কেউ না থাকলে দুই ফেরিওয়ালা বাড়িতে ঢুকে যায়। এবং তার ওপর যৌন হেনস্থা করার চেষ্টা করে। নাবালিকার চিৎকারে পাড়ার লোক জমায়েত হয়ে যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাই ওই দুই ফেরিওয়ালা। তবে কিছুক্ষণ পর পাড়ার লোকেরা ধরে ফেলে ।পুলিশের তৎপরতায় দুই ব্যাক্তিকে আটক করা হয়। তাদেরকে আটক করে ঘাটাল থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্তে ঘাটাল থানার পুলিশ।
কিন্তু কেন বারবার নাবালিকা নির্যাতনের খবর সামনে আসছে এই রাজ্যে? এই প্রশ্নই যে বারবার উঠে আসছে।
দেখুন অন্য খবর