জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে (Gramin Hospital) করা হল পুলিশ ক্যাম্প (Police Camp)। বৃহস্পতিবার ওই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। পুলিশ ক্যাম্পে সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকবে। সেখানে থাকবেন একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার।
জানা গিয়েছে, এই হাসপাতাল থেকে রাজগঞ্জ থানার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ফলে কোনও সমস্যা হলে পুলিশকে হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এই পুলিশ ক্যাম্পটি চালু হওয়ায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ বোধ করবেন।
আরও পড়ুন: নির্যাতিতার ফোন থেকে রাত ২টো বেজে ৩ মিনিটে কী হোয়াটসঅ্যাপ বার্তা গিয়েছিল?
আজ, বৃহস্পতিবার পুলিশ ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার।
আরও খবর দেখুন